গায়ক ইমরান আমাদের তিনটি সংগঠন Made In Bangladesh, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, Connect the Dots ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে দূর্ঘটনায় মরতে বসেছিল । বন্যার পানিতে কয়েকবার জীবন ঝুঁকিতে পড়েছিল এই মানবিক মানুষটি । আরেকবার ভয়াবহ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মানুষের দোয়ায় বেচে এসেছে । তবুও দমে যায়নি সে বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
বন্যা দুর্গত ১৫ জেলার ৩১ স্পটে ত্রাণ বিতরণ চলছে গত প্রায় ১০ দিনের ধরে। গায়ক ইমরান টাংগাইল থেকে ত্রাণ কাজ শুরু করে এখন আছে সুনামগন্জে । অন্যদিকে রংপুর থেকে শুরু করেছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর ভলান্টিয়ার রাজ্জাক পাটোয়ারী।
গ্রোসারী, শুকনো খাবার, ওষুধ, এবং কাপড় নিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার এই সহায়তা দিচ্ছে ভলান্টিয়ারা ।ইতিমধ্যে টাংগাইল, চাঁদপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, রংপুরসহ ৮ টা জেলায় বিতরণ শেষ হয়েছে।
এই কাজে আমাদের সহযোগী হিসাবে আছে এক্সেলসিয়র কুরিয়ার, চট্টগ্রাম কর্ণফুলী ফাউন্ডেশন, রোটারী ক্লাব অব সাগরিকা, এলবিয়ন গ্রুপ ।