Author picture

Tanvir Shahriar Rimon

হসপিটালের মালিক জনগন !

আমার মেয়ে মোবাইলে খেলছিল । এর মাঝে হোয়াটসঅ্যাপে কল আসায় সে এনে আমাকে ফোনটি ধরিয়ে দিলো ।

স্ক্রিনে নামটা দেখে একটু চমকে উঠলাম । আমার খুব কাছের মানুষ কিন্তু প্রায় অনেক দিন কথা হয়না ।

-হ্যালো, আপা, স্লামালিকুম ! অনেক দিন পর !
-আমি তো রোজই আপনাকে দেখি !
-কই দেখেন ? মজা করেন, না ?
-আরে না, ফেসবুকে একটা প্রোগ্রাম করছেন না-কানেক্ট দ্যা ডটস ,নিয়মিত দেখছি । ভালো হচ্ছে মাশাআল্লাহ । বিদেশে থেকে দেশে করোনার সব খবর পাচ্ছি !

আমি একটু অপ্রস্তুত ভঙ্গিতে বললাম, ওহ আচ্ছা, আপা ! আসলে একটু দায়িত্ব মনে করেই করছি। জানিনা কে কেমন ভাবে নিচ্ছে ।

না না, তানভীর ভাই, কীপ ডয়িং ইট । অনেক মানুষ উপকৃত হচ্ছে -আপা বললেন ।

জি আপা দোয়া করবেন ।

হ্যা, সেটা সবসময় করি । আর একটা কথা । গতকাল ফিল্ড হসপিটালের জন্য যে লাইভটি করলেন খুব ভালো লেগেছে ভাই । দেশে থাকলে হয়ত কিছু করতে চেষ্টা করতাম । তবে আপনি যদি আমার নাম গোপন রাখেন তবে আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই । আমার একজন লোক পাঠাব আপনার কাছে । আপনি একটু হসপিটালে টাকাটা পৌছে দেবেন !

আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম । তারপর বললাম, আপা, আপনার পরিচয় গোপন থাকবে । আপনি পাঠান ।

ঘন্টাখানেক পর এক লোক এসে একটা খাম দিয়ে গেল । সেখানে ৫০হাজার টাকার একটা বান্ডিল !

আমি হসপিটালের উদ্যোক্তা ডা: বিদ্যুৎ বড়ুয়াকে জানালাম । দাদা আবেগ আপ্লুত হয়ে গেলেন । বললেন, এরকম পরিচয় গোপন করা অসংখ্য মানুষের অর্থায়নেই তৈরী হয়েছে এই হসপিটাল । করোনা রোগীদের জন্য তৈরী করা এই ফিল্ড হসপিটালের মালিক জনগন !

স্যালুট সব মানবিক মানুষদের !

Subscription

Leave a Reply