Tanvir Shahriar Rimon

Share on facebook
Share on linkedin
Share on whatsapp
Share on email

ওয়ান্ট টু বি এ্যা বেটার ভার্সন অব মাইসেল্ফ : নিউ ইয়ার রেজুলেশন

0

আব্বা গতকাল সন্ধ্যায় ১ হাজার টাকা আলভিরাকে দিয়ে বললেন, এটা তোমার নিউইয়ার এর জন্য !  তোমরা যা ইচ্ছে হয় তুমি কিনতে পারো । দাদার কাছ থেকে টাকা পেয়ে আমার মেয়ে ৩৫ প্যাকেট চিপস এবং ৩৫ টি ডেইরিমিল্ক চকলেট কিনেছে নিউ ইয়ার উপলক্ষে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য । শুরু করল আমাকে, ওর মা,ভাইয়া এবং দাদাকে দিয়ে । তারপর ২০ মিনিটে বাকীগুলো ডিস্ট্র্বিবিউট শেষে হাসিমুখে এসে বলল, বাবা, ডান…!

আমার ছেলে বলল, বাবা, নিউ ইয়ারে কি কি করতে চাও ?

তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম তুমি কি কি করতে চাও আগে বলো !

সে বলা শুরু করল

১) ওয়েট কমাতে চাই

২) ক্রিকেট শিখতে চাই

৩)বেডমিন্টন শিখতে চাই

৪) স্টাডিতে আরো ভালো করতে চাই

৫) বোনকে কেয়ার করতে চাই

আমার ছেলের কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল, সে কম্পিউটার গেমস থেকে বের হয়ে আউটডোর গেমস শিখতে চায় । পড়াশোনায় ফাস্ট হওয়ার বদলে লক্ষ্য স্থির করেছে আরো ভালো করার এবং সবচেয়ে ভালো লেগেছে সে বোনকে কেয়ার করতে চায় শুনে  !

ভাইয়ের কথা শুনে বোন এবার তার রেজুলেশন বলতে শুরু করল –

১) মা-বাবার কথা শুনতে চাই

২) স্কুলে সব স্পোর্টস এবং ড্রামায় পার্ট নিতে চাই

৩) বেশি করে পানি খেতে চাই

৪) ভাইয়াকে কেয়ার করতে চাই

৫) পড়াশোনায় সব সাবজেক্ট এ ভালো করতে চাই

তাদের রেজুলেশন শেষ হলে আমি বললাম, এগুলো আমি প্রিন্ট করে বাসায় টানিয়ে রাখব কিন্তু ! ফলো না করলে তখন মনে করিয়ে দেব…! ছেলে মেয়ে দুজনই সম্মতি দিয়ে বলল ওকে ওকে, এবার তোমারটা বলো বাবা ।

আমি দুজনকে সামনে বসিয়ে বললাম আমার লিস্ট তো লম্বা –

১) পেশাগত কাজে আরো বেশি মনোযোগ দিতে চাই

২) নতুন বছরে নতুন বই লিখতে এবং প্রকাশ করতে চাই

৩) বছরে অন্তত ৪০ ঘন্টার অনলাইন কোর্স করতে চাই

৪) ৬টি নতুন বই পড়তে চাই

৫) মসজিদে গিয়ে নামাজ পড়তে চাই

৬) রাত ১১ টার মধ্যে ঘুমিয়ে পড়তে চাই

৭) পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটাতে চাই

৮) তরুণদের জন্য মিনিংফুল কিছু করতে চাই

৯) ওয়ান্ট টু বি এ্যা বেটার ভার্সন অব মাইসেল্ফ

১০) সর্বোপরি সুস্থভাবে বেঁচে থাকতে চাই

বন্ধুরা, রেজুলেশন তো তৈরী হয়ে গেল । এবার ফলো করার পালা । নতুন বছর সবার জন্য কল্যাণময়ী হোক । এ ভেরি হ্যাপী নিউ ইয়ার টু অল !

Leave a Reply