Author picture

Tanvir Shahriar Rimon

সফলতার মানদন্ড!

একটা টিম মিটিং শেষে হঠাৎ করেই আমার টিম মেম্বারদের জিজ্ঞেস করি, আচ্ছা, বলেন তো সফলতার মানদন্ড কী ?

হায়দার প্রথমেই ফ্লোর নিল, স্যার এটা তো খুব সহজ প্রশ্ন । টার্গেট মেলানোর চেয়ে হাজার গুন সহজ !

-সহজ হলে ঝটপট বলে ফেলো, আমি বললাম ।
-আমার কাছে সফলতা হলো স্যার, সিক্স ডিজিটের সেলারী ।

তার পাশে বসা হায়দারের টিম লিডার বলল, পজিশন । পদবী স্যার । যেদিন সিএক্সও হতে পারব সেদিন বুঝব যে সফল আমি ।

আমি মন দিয়ে শুনলাম দুজনের বক্তব্য । উপস্থিত আরেক ফিমেল কলিগকে জিজ্ঞেস করতেই তার উত্তর
-স্যার বিয়ে । একটা ভালো হাজবেন্ড । কারন সংসার জীবনে সুখী না হলে বাকি সব অনর্থক ।

এবার আমার কাছে মনে হলো আলোচনাটা বেশ জমে যাচ্ছে । আমি আমাদের এইচআর হেড এর দিকে তাকাতে সে বলল, স্যার একটা বাড়ি-গাড়ী না হলে সফল কী বলা যাবে ?

এবার আমি ফ্লোর নিলাম । হ্যা, কেউ কেউ ধারণা করেন যে ভালো চাকরি, ব্যবসা, আয় রোজগার, কিংবা পদ-পদবী হচ্ছে সফলতার মানদন্ড । সেই ধারণা থেকেই অনেকের কাছে মোটা বেতনের চাকরি হচ্ছে সফলতা কিংবা বড় পদবী যেমন মহাব্যবস্থাপক, সিইও হতে পারাই হলো সফলতা ।

কিন্তু একবার ভাবুন তো, আপনি একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদধারি ব্যক্তি বা সিইও । মাসে মোটা অংকের সেলারী যায় আপনার ব্যাংক একাউন্টে । অথচ আপনার মানসিক স্বাস্থ্যের অবস্থা ভীষণ খারাপ । আপনার সাথে আপনার স্ত্রী, সন্তানের সুসম্পর্ক নেই । আপনার স্ত্রী অন্য কারো প্রতি আসক্ত, বাচ্চাদের উপর নিজের নিয়ন্ত্রন নেই । আত্নীয় স্বজনের সাথে যোগাযোগ নেই । তাহলে কী আপনি আপনাকে সফল বলবেন ?

অথবা ধরুন আপনার শারিরীক সমস্যা আছে । আপনার উচ্চ রক্তচাপ আছে, ডায়বেটিকস আছে, কিংবা আপনি কিডনীর সমস্যায় জর্জরিত । প্রতি সপ্তাহে দুবার আপনাকে ডায়লাসিস করাতে হয় । তাহলে কী আপনি সুখী ? আপনি কি সফলতা উপভোগ করতে পারছেন ? নিজেকে কি আপনি আদৌ সফল ভাবেন ?

অথবা আপনার বিশাল বাড়ী আছে, অথচ সেই বাড়ীতে আপনি নি:সঙ্গ থাকেন । নিজেকে কী সফল মনে হবে তখন ?

অথবা ধরুণ আপনার ইচ্ছামতো অনেক কিছুই আপনি করতে পারেন না, যা আপনাকে আনন্দ দেয় । আপনি গলা ছেড়ে গাইতে পারেননা, বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিতে পারেননা অথচ এই বিষয গুলো আপনাকে আনন্দ দেয় । তাহলে কী আপনি নিজেকে সফল বলবেন ?

আপনি ভীষণ ব্যস্ত । পরিবারকে সময় দেয়ার মতো সময় নেই । নিজেকে সময় দেয়ার মতোও অবশিষ্ট কিছু নেই । আপনি কতটা সফল একটু ভাবুন তো ?

এবার ঠিক উল্টোটা ভাবুন । আপনি মোটামুটি বেতনে চাকরি করেন । আপনার পদও মোটামুটি ধরণের । কিন্তু আপনার একটি সুখী পরিবার আছে, আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন , সুখ দু:খ শেয়ার করতে পারেন, আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই । আপনি সুস্থ মানুষ । সপ্তাহে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেন, মাঝে মাঝে গলা ছেড়ে দুলাইন গেয়ে উঠেন । তাহলে আপনি কী সফল না ব্যর্থ ?

প্রকৃতপক্ষে সফলতার মানদন্ড হওয়া উচিত আপনি কতটা সন্তুষ্ট তার উপর । যে কাজটা করছেন তা কতটা আনন্দ নিয়ে করছেন তার উপর ।

সন্তুষ্ট থাকাই সফলতা । আলহামদুলিল্লাহ-আমি সফল !

-তানভীর শাহরিয়ার রিমন

Subscription

Leave a Reply